নব প্রদীপ

অতীত জীবন ছায়া হারা,
ডাকো আমাকে, বিজন ছায়ায়,
এসো কাছে, সেই পাখির বাসায় ।

দিয়ো তোমার, দুঃখসূখের গান।
আড়াল করো, আঁচল দিয়ে,
তোমার – আমার, নব প্রদীপ, মন প্রান ।

Roman transcription:
(Atit Jiwon chhaya hara,
Dako aamake, bijon (peaceful) chhayay,
Eso kachhe, sei pakhir basay.

Diyo amay, dukhosukher gan,
Aaral karo ( protect / take care), aanchal diye,
Tomar – amar , nav pradeep , mano pran.)