আমার তুমি

আজি প্রেমের মাঝখানি,
আমার গানে তুমি, তাহার প্রানে তুমি ।
আজি লুকানে তুমি, দেখানো তুমি ।

আজি আকাসে তুমি, বাতাসে তুমি,
সেই আশারে আষাঢ়ে তুমি, স্রাবনে তুমি,
দেখি -এখানে তুমি, সেখানে তুমি ,
আজি হাঁসি তুমি,নয়নজলে তুমি,
আজি জাগরনে তুমি, সয়নে তুমি,
আমার বিরাম তুমি,আমার গতি তুমি ।

তোমার মাঝে হারা পথিক,
আমি কোথায আজি,
হে আমার প্রিয়, জানি না আমি ।

P.S. Please install unicode fonts, e.g. Vrinda (Bengali) to read the text.

4 thoughts on “আমার তুমি”

  1. It’s in Bangla….

    Aami Bangla jaani na 🙁

    I could read only the title. If I’m not it’s “Matar Durga” Is it correct?

    Reply
  2. @ Juneli, Really sorry for replying late !

    Tapai pani Bangla Sikhnu 😛

    By the way writing in Bengali is well cherished start as well as safer bet as language to express my deep in out.

    Your alphabetic guessing work is going fine But its “Aamar Tumi” actually.

    Reply
  3. It’s hard to learn Bangla 😛

    O.K. See I’m wrong..

    I can’t read the Bangla font but I can’t understand Bangla. Alpo alpo 😛

    If it was in roman might I would have get the essence of the poem but it’s fine…

    Reply
  4. @Juneli,
    Readers wouldn’t be dissappointed 🙂 Though English translation by writer is difficult to bring out the same essence , but transcriptions you may enjoy now onwards.

    Reply

Leave a comment